কপিলমুনিতে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য হুইল চেয়ার প্রয়োজন

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের মো. রশিদের প্রতিবন্ধী মেয়ে রিপা (১৩)’র চলাচল ও স্কুলে যাওয়ার জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন। সে সলুয়াগোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার পিতা মো. রশিদ একজন কাঠ মিস্ত্রি। দুই মেয়ে ও এক ছেলেসহ ৫ জনের অভাবের সংসারে রশিদ তার জন্ম প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। সমাজের বিত্তবানদের কাছে এই দরিদ্র পরিবারটি একটু সহযোগিতা ও একটি হুইল চেয়ার দাবি করেছে। রিপাকে সহযোগিতা করতে চাইলে তার পিতা মো. রশিদের ০১৯১৭৫৩১১৯৭ ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।