এবার থাকছে ‘ঘ’ ইউনিট, আগামীবার ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে ‘ক’, ‘খ’, ‘গ’, ‘চ’ ইউনিটের সঙ্গে বাতিলের দাবি ওঠা ‘ঘ’ ইউনিট এবারও বহাল থাকছে। তবে আগামী শিক্ষাবর্ষে (২০২২-২৩) অনুষদভিত্তিক চারটি ইউনিটে দেশের সর্বোচ্চ এ বিদ্যাপিঠে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি কমিটির সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর আগে সকালে ডিনস কমিটির বিশেষ সভা হয়। সকালে অনুষ্ঠিত ডিনস কমিটির সুপারিশের আলোকে বিকেলে ভর্তি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
ভর্তি কমিটির সদস্যরা জানিয়েছেন, চলতি বছর এইচএসসির ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগের নিয়মে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিতে শুরু করেছে। সার্বিক দিক বিবেচনা করে এ বছরও ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত চারটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
পুনর্গঠিত চারটি ইউনিট হলো—
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
২. বিজ্ঞান ইউনিট
৩. ব্যবসায় শিক্ষা ইউনি
৪. চারুকলা ইউনিট।