গার্মেন্টকর্মী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

0

লোকসমাজ ডেস্ক॥ আশুলিয়ার গার্মেন্টকর্মী মো: তানিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে টাকা আদায়ের ঘটনায় প্রত্যেকের ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত আরা এ রায় দেন। দণ্ডিতরা হলেন- গামেন্টকর্মী সোহেল রানা, ফরহাদ হোসেন, মো: আশিকুর রহমান ও মো: নজরুল ইসলাম।
রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২২ জুলাই সকাল ৯টায় নিখোঁজ হয় নিহত তানিম। এর তিন দিন পরে আশুলিয়ার খাগান গ্রামের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বেওয়ারিশ লাশ হিসেবে পুলিশ লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ময়নাতদন্তের জন্য পাঠায়। তখন পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করে। অন্যদিকে, তানিমকে খুঁজে না পেয়ে তানিমের স্ত্রী নূরুন্নাহার ১০ আগস্ট রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তানিমের মা সাঈদা সুলতানা আসামিদের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তার ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ এনে একটি মামলা করেন। এ মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দেয়া হয়। তদন্তে জানা যায়, আসামিরা তানিমের কণ্ঠ মোবাইল ফোনে ধারণ করে নিহতের মায়ের কাছে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। সোহেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার কারণ এবং অংশগ্রহণকারী সবার নাম বলে দেয়। এ মামলায় ২০১৮ সালের ৫ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। রায় ঘোষণার পর নিহতের মা সাঈদা সুলতানা সাংবাদিকদের বলেন, রায় যেন দ্রুত কার্যকর করা হয়।
সূত্র : ইউএনবি