যশোরে ১০ মামলার আসামি রনিকে গণপিটুনি, চাকুসহ পুলিশে সোপর্দ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে গত শনিবার সন্ধ্যায় চাকুসহ ১০ মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী মারুফ হোসেন রনিকে (৩৮) আটক এবং পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। মারুফ হোসেন রনি সদর উপজেলার মালঞ্চির মৃত ইউসুফ আলীর ছেলে।

বর্তমানে তিনি শহরের বেজপাড়া চোপদার পাড়া আনসার ক্যাম্প পানির ট্যাংকি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে রেলস্টেশনের বিপরীতের জনৈক সুমনের চায়ের দোকানের সামনে থেকে ১টি চাকুসহ মারুফ হোসেন রনি নামে ওই সন্ত্রাসীকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়।

এ খবর পেয়ে কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান খাঁন ঘটনাস্থলে গিয়ে চাকুসহ মারুফ হোসেন রনিকে হেফাজতে নেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা এবং রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।