‘নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য সবকিছুই তিনি করেছেন’

0

লোকসমাজ ডেস্ক॥ নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার তার সবকিছুই বিদায়ী নির্বাচন কমিশনার নুরুল হুদা করেছেন বলে মন্তব্য করেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, এদেশের জনগণের ভোট চুরির মাধ্যমে যে বিশ্বাসঘাতকতা হয়েছিলো তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার নেতৃত্বে। তিনি আরও বলেন, সাংবিধানিক শপথ উপেক্ষা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ সরকারকে জনগণের উপর দুঃশাসন প্রতিষ্ঠা করার যে সুযোগ করে দিয়েছেন বেঁচে থাকলে বাংলাদেশের মাটিতে জনগণ আপনার বিচার করবে। আপনার মেয়াদকালে দিনের ভোট রাতে সম্পন্ন করা, সহিংসতা, নির্বাচনী আইন লঙ্ঘনসহ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার সবধরনের অপকর্ম আপনার নেতৃত্বে হয়েছে।
মোস্তফা মোহসীন মন্টু বলেন, এদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন ফিরে আসবে। যাদের মদদে আপনি বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির অন্যতম গণতন্ত্রকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে জনগণের ভোটাধিকার লুণ্ঠন করেছেন তাদেরসহ আপনার বিচার এদেশের মাটিতে আজ অথবা কাল নিশ্চয়ই হবে। যদিও বিদায় বেলায় রাতের ভোটের বিষয়টি জানিয়েছেন সিইসি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিদায়ী সংবাদ সম্মেলনে ভোটগ্রহণে অনিয়ম, দিনের ভোট রাতে- এসব বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, রাতে ভোট হওয়ার খবর সত্য নয়। দিনের ভোট রাতে হলে প্রার্থীরা আদালতে যেতেন। কিন্তু কোনো প্রার্থী আদালতে যাননি। এতেই প্রমাণিত হয় বিষয়টি অসত্য।’ দায়িত্ব পালনকালে নিজের কোনো ব্যর্থতা নেই বলে এ সময় দাবি করেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা।