বাবা হারালেন তানজিন তিশা

0

লোকসমাজ ডেস্ক॥ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বাবা আব্দুল কাশেম আর নেই। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তানজিন তিশার সহ-অভিনেতা তৌসিফ মাহবুব গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার শরীর ভালো থাকলেও হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত বছরের আগস্টে তানজিন তিশার বাবা আব্দুল কাশেম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন।
এবার আর ফিরতে পারলেন না তিনি। চলে গেলেন না ফেরার দেশে। জানা গেছে, তানজিন তিশার বাবা আব্দুল কাশেমের জানাজার নামাজ রোববার বাদ জোহর তাদের নিজ গ্রাম শরীয়তপুরে হবে এবং জানাজা শেষে সেখানেই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তানজিন তিশার বাবার মৃত্যুতে তার সহকমী, শুভকাঙক্ষী এবং ভক্তদের অনেকেই শোক প্রকাশ করেছেন।