বেগম খালেদা জিয়ার বন্দি জীবনের ৪ বছর পূর্ণ হচ্ছে আজ

0

মাসুদ রানা বাবু ॥ আজ মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বন্দী জীবনের চার বছর পূর্ণ হচ্ছে। ২০১৮ সালে এই দিন তাকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি কার্যত বন্দী জীবন যাপন করছেন। কারাগারে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ২০২০ সালের মার্চ মাসের শেষের দিকে সরকার তার ছয় মাসের সাজা স্থগিত করে। বর্তমানে বেগম খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্ত আছেন। কিন্তু কার্যত তিনি বন্দী জীবন যাপন করছেন। কিছু আত্মীয় স্বজন ছাড়া কেউ তার সাথে দেখা করতে পারছেন না। ইচ্ছা থাকলেও তিনি বাইরে বের হতে পারেন না। গুরুতর অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গেলেও বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারেন না। এভাবে সরকারের দেয়া নানা শর্তে আটকে আছে বেগম খালেদা জিয়ার জীবন যাত্রা। দীর্ঘ ৮১ দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে তিনি নিজ বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। বাসায় নেওয়ার আগে হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ফখরুদ্দিন মো. সিদ্দিকী (এফএম সিদ্দিকী) বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হবে। একজন চিকিৎসক বলেন, রক্তক্ষরণ বন্ধে সাময়িক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে অদূর ভবিষ্যতে যে আবার রক্তক্ষরণ হবে না তার নিশ্চয়তা নেই। তাই উন্নত চিকিৎসার জন্যে তাকে বিদেশে পাঠাতে হবে। তাছাড়া লিভার সিরোসিসে জন্য তার লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার। বেগম খালেদা জিয়ার খাদ্যনালী থেকে রক্তক্ষরণ হওয়ায় শকে চলে গিয়েছিলেন। তবু পুনরায় ব্লিডিংয়ের শঙ্কা থেকেই যায়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার লিভার সিরোসিসের চিকিৎসা করা যায়নি। তাছাড়া রক্তপাত বন্ধে টিআইপিএম করা দরকার। সেটা দেশে সম্ভব নয়। এ জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কিংবা ফ্রান্সে নিতে হবে খালেদা জিয়াকে। তিনি আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর বাইরে তিনি ২০২১ সালে করোনায় আক্রান্ত হন। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন। তারা বলছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্যে যে ধরনের সরঞ্জামাদি কিংবা চিকিৎসা পদ্ধতি প্রয়োজন সেটি বাংলাদেশে সম্ভব নয়। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য দেশের বিশিষ্ট নাগরিকরা দাবি তুলেছেন। বিএনপির বিভিন্ন সময় বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করছে। কিন্তু দলটির ভাষ্য, সরকার আইনের অজুহাতে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।