রেল রাস্তায় দাঁড়ানো শিশুকে রক্ষা করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার॥ রেল রাস্তায় দাঁড়িয়ে থাকা এক শিশুকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী। গতকাল সকাল ৮টার দিকে যশোর শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম (৫৫) রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ও শহরের সুপরিচিত জেনেভা ওয়াচ নামের ঘড়ির দোকানের স্বত্ত্বাধিকারী ছিলেন।
নিহতের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার ভোরে হাটতে বের হন আব্দুল হাকিম। হাঁটা শেষে বাড়িতে ফিরছিলেন। সকাল ৮ টার দিকে রেলেগেট পশ্চিম পাশে তার বাড়ির সামনে রেল লাইনের উপর একটি ছোট শিশু দাঁড়িয়েছিল। এ সময়
বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন আসছিল। তখন ওই শিশুকে টেনে তিনি রেল লাইন থেকে সরিয়ে দেন। কিন্ত নিজে পা পিছলে পড়ে যান। এসময় চলন্ত ট্রেনের সাথে তার মাথায় ধাক্কা লাগে। স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। যশোর রেল পুলিশের (জিআরপি) ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, শিশুটিকে রক্ষা করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে।