মনিরামপুরে গাছ কেটে নেওয়ার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার গাংড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গাছ কেটে নেওয়ার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে বুধবার আদালতে মামলা হয়েছে। একই গ্রামের মৃত হানেফ আলী গাজীর ছেলে হায়দার আলী মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন-গাংড়া গ্রামের ইসলাম আলী মোড়ল ও তার ছেলে রউফ মোড়ল, মোহনপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মুজিবুর রহমান, মনিরামপুরের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে সাংবাদিক মনিরুজ্জামান, মোহনপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের স্ত্রী ফুলজান, মৃত আছের আলী মোড়লের দুই মেয়ে রিজিয়া বেগম ও মরিয়ম বেগম, নওয়াব আলীর ছেলে আবু তাহের, খদ্দ গাংড়া গ্রামের ছালামত আলীর ছেলে মাইদুল ইসলাম, দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে হাসান আলী ও বাকোশপোল গ্রামের মৃত আমির বাশাইয়ের ছেলে কবির হোসেন। মামলার বিবরণে জানা গেছে, ১৯৬৭ সালের ১ জুন গাংড়া মৌজার এসএ ৫৩৫ ও ৫৩৮ দাগের মোট ৪০ শতক জমি ওয়াছের আলীর কাছ থেকে ক্রয় করেন বাদী হায়দার আলীর পিতা হানেফ আলী গাজী। তিনি এ জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগান। তার মৃত্যুর পর এ জমি ওয়ারেশ সূত্রে তার ছেলে মেয়েরা ভোগ দখল করে আসছেন। চলতি বছরের ১৭ জানুয়ারি আসামিরা পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৪০/৫০ ব্যক্তিকে নিয়ে ওই জমির গাছ কাটতে শুরু করেন। সংবাদ পেয়ে জমির মলিক হায়দার আলী গ্রামের লোকজন নিয়ে সেখানে গিয়ে তাদের বাধা দেয়ার চেষ্টা করেন। এ সময় আসামিরা দা-কুড়ালের ভয় দেখিয়ে ৬০টি ছোটবড় মেহগনি ও রেন্ট্রি গাছ কেটে নিয়ে যান।