মোরেলগঞ্জে হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু, আটক ১

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে জমি দখল নিয়ে প্রতিপরে হামলায় আহত কলেজছাত্র হাইয়ুম খান (২২) মারা গেছেন। রোববার খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত বুধবার হামলায় গুরুতর আহত হন তিনি। নিহত হাইয়ুম বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি গ্রামের মো. ফারুক শেখের ছেলে এবং সরকারি এসএম কলেজের ছাত্র। এ ঘটনায় জড়িত অভিযোগে একই এলাকার এমদাদুল খানের ছেলে রাসেল খানকে (২৫) আটক করেছে পুলিশ।