মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা: ‘দলকে শক্তিশালী করতে আমৃত্যু কাজ করে গেছেন শামছুল হুদা’

0

স্টাফ রিপোর্টার ॥ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যশোর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হুদার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়ছে। গতকাল শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শামছুল হুদা আমৃত্যু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে আস্থাশীল থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি অত্যন্ত সংকটময় মুহূর্তে এই দলের সাথে যুক্ত হয়েছিলেন। সেই সংকট ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় তিনি অত্যন্ত সাহসী বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন। তিনি সব সময় নেতা-কর্মীদের সাহস যোগাতেন। নীতি আদর্শ ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। অনিন্দ্য ইসলাম অমিত বর্ষিয়ান এই রাজনীতিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীর সুস্থতা কামনা করা হয়। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আ্জম প্রমুখ।