একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়ে ৩ গুণ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে; যা বুধবারের তুলনায় তিনগুণ বেশি। এই সময়ে নতুন করে শনাক্ত রোগীও বেড়েছে। ৩ হাজার ৩৫৯ জনে শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.০৩ শতাংশ। বুধবার চারজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত সংখ্যা ছিল ২ হাজার ৯১৬। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩ হাজার ৬৬৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৩৫৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। ২১ সপ্তাহ পর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ১২ শতাংশ ছাড়িয়ে গেছে। গত এক দিনে দেশে মোট ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশ। বুধবার এই হার ১১ দশমিক ৬৮ শতাংশ ছিল।বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।