এম এম কলেজে পুলিশ সদস্যকে মারপিটে ১২ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৭

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি এম এম কলেজে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল মো. তৌহিদ সিকদারকে মারপিটের ঘটনায় আটক ৭ জনসহ ছাত্রলীগের ১২ কর্মীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আহত মো. তৌহিদ সিকদার মামলাটি করেছেন। বুধবার আটক ৭ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ সময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই মামলার আসামিরা হচ্ছেন সরকারি এম এম কলেজের দর্শন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আক্তার, হিসাববিজ্ঞানের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মেহেদী হাসান শাওন, যশোর শহরের খড়কির আনছারুলের ছেলে পোল্ট্রি ফার্মের কর্মচারী রমজান, সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র শিমুল হোসেন, বিএ তৃতীয় বর্ষের ছাত্র খায়রুজ্জামান লিপ্টন, ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান আপন, হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র বাশার খান, ভূগোল বিভাগের ছাত্র আশিক, একই কলেজের ছাত্র উজ্জ্বল, রাশেদ, সম্রাজ ও রাকিব। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে এম এম কলেজের আসাদ হলের সামনের রাস্তায় সন্দেহভাজন ৩ যুবকের শরীর তল্লাশির সময় একজনের কাছে অস্ত্র দেখতে পান পুলিশের বিশেষ শাখার কনস্টেবল তৌহিদ সিকদার। এ সময় ওই যুবক দৌড় দিলে তিনি তাকে ধরার চেষ্টা করেন। কিন্তু আসাদ হল থেকে ৩০/৪০ জন যুবক বেরিয়ে এসে তৌহিদ সিকদারকে বেধড়ক মারপিট করেন। পরে পুলিশ আসাদ হলে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৭ জনকে আটক করে।