খুলনায় আইনজীবী সমিতির বাজেট সভায় বাকবিত-া

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনা জেলা আইনজীবী সমিতির বাজেট সভায় সাবেক সভাপতি পারভেজ আলম খান ও বর্তমান সভাপতি সাইফুল ইসলামের মধ্যে তুমুল বাকবিন্ডতা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র আইনজীবীরা পরিস্থিতি শান্ত করেন। বর্তমান সভাপতি সাইফুল ইসলাম খুলনা সদর থানা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। অন্যদিকে সাবেক সভাপতি পারভেজ আলম খান যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
আইনজীবীরা জানান, পূর্বনির্ধারিত সভায় বাজেট উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা শুরু হয়। এ সময় পারভেজ আলম খান ওকালতনামা, বেলবন্ডের মূল্য কমানো এবং বিশেষ কল্যাণ তহবিলে প্রকৃত আইনজীবীরা যাতে বঞ্চিত না হন সে বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়।পারভেজ আলম খান অভিযোগ করেন, ‘বক্তব্য শেষ করার আগেই আমার মাইক বন্ধ করে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়া শুরু করে বর্তমান সভাপতি। আমি কিছু উত্তর দিয়েছি, পরে চলে এসেছি।’ সাইফুল ইসলাম বলেন, ‘সাবেক সভাপতির বিরুদ্ধে ৩৬ লাখ টাকার দুর্নীতির তদন্ত শুরু হচ্ছে। বাজেট সভার পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে তিনি হইহুল্লোড় করেছেন। আমি প্রতিবাদ করেছি। সুষ্ঠুভাবেই সভা শেষ হয়েছে।’