যশোরে হাজী মহসিন স্কুল মাঠে দু’কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মুড়লী হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ওই দুই ছাত্র কলেজ থেকে এ সময় বাড়ি ফিরছিলেন। ছুরিকাহত সাইদুর রহমান (২০) ও শাহরিয়ার ওরফে সৈকতকে (২০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানিয়েছেন, তারা দুজন যশোর পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। কলেজ থেকে তারা বাড়ি যাচ্ছিলেন। পথে মুড়লী হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয় থেকে দুপুরে জে.এস.সি’র সনদ নেন। পরে স্কুলের মাঠে পৌঁছলে ওই এলাকার সবুজ, সজিবের নেতৃত্বে ১০/১২ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং রড দিয়ে বেদম প্রহারের পর ছুরিকাঘাত করে। এ সময় তারা হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে ছুরির আঘাতে হাতের আঙ্গুল কেটে যায়। এ সময় ছিনতাইকারী তাদের নগদ টাকা ও ২টি টাচ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এরপর লোকজন আহত সাইদুর আহমেদ ও শাহরিয়ার সৈকতকে উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সাইদুর আহমেদ মুড়লী জোড়ামন্দির এলাকার সুলতান আহমেদের ছেলে। একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার ওরফে সৈকত। সুলতান আহমেদ জানিয়েছেন, তিনি ব্যবসা করেন। একটি দোকানের দেনা শোধ দেয়ার জন্যে সাইদুর আহমেদের কাছে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। ছিনতাইকারীরা ওই টাকা ও ছিনতাই করে নিয়েছে।