লিড পেলেও স্বস্তিতে নেই ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ কেপ টাউনে চলছে বোলারদের রাজত্ব। আরও স্পষ্ট করলে ছড়ি ঘুরাচ্ছেন পেসাররা। ভারত প্রথম ইনিংসে অলআউট হয় ২২৩ রানে। এরপরও সফরকারীরা দ্বিতীয় ইনিংস ‍শুরুর আগে পায় ১৩ রানের লিড। জসপ্রিত বুমরার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করলেও স্বস্তিতে নেই ভারত। দ্বিতীয় দিন শেষে ৫৭ রান তুলতে হারিয়েছে ২ উইকেট। ২৪ রানে দুই ওপেনারকে হারায় সফরকারীরা। কাগিসো রাবাদার তোপে মাত্র ৭ রানে প্যাভিলিয়নে ফিরেছেন মায়াঙ্ক আগারওয়াল। সঙ্গীকে হারিয়ে লোকেশ রাহুলও টিকতে পারেননি বেশিক্ষণ। মার্কো ইয়ানসেনের আঘাতে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। দিনের বাকি সময়টা অবশ্য পার করে দিয়েছেন বর্তমান দলটির সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার অধিনায়ক বিরাট কোহলি (১৪*) ও চেতেশ্বর পূজারা (৯)। দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৭০ রানের।
কেপ টাউনের তৃতীয় টেস্টের প্রথম দিন ভারতকে অলআউট করে ১ উইকেটে ১৭ রান করেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের শুরুতেই তারা হারায় এইডেন মারক্রামের উইকেট (৮)। নাইটওয়াচম্যান কেশব মহারাজ ২৫ রানে ফিরে যান। এরপর অবশ্য স্বাগতিকদের বড় স্কোরের আশা দেখিয়েছিলেন কিগান পিটারসেন ও রাসি ফন ডের ডুসেন। যদিও ভালো শুরু পেয়েও ফন ডের ডুসেন ২১ রানে প্যাভিলিয়নে ফিরে যান। তেম্বা বাভুমার সঙ্গে পরের সময়টা বেশ ভালোভাবেই পার করেছিলেন পিটারসেন। কিন্তু বাভুমাও তার ইনিংস বড় করতে পারেননি। ২৮ রানে তিনি মোহাম্মদ সামির শিকার। বুমরার তোপে কেবল প্রতিরোধ গড়তে পেরেছিলেন পিটারসেন। এই পেসারের বলে আউট হওয়ার আগে তিনি করেন দলীয় সর্বোচ্চ ৭২ রান। ১৬৬ বলের ইনিংসটি এই ব্যাটার সাজান ৯ বাউন্ডারিতে। বুমরা পেয়েছেন টেস্টে ক্যারিয়ারের সপ্তম ৫ উইকেটের দেখা। ২৩.৩ ওভারে ৪২ রান দিয়ে তার শিকার ৫ উইকেট। আর ২টি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব ও সামি। প্রোটিয়াদের অলআউট করে ১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেই বিপদে পড়ে ভারত। ওই জায়গা থেকে প্রতিরোধ গড়ায় চেষ্টা করছেন কোহলি ও পূজারা।