‘আইনজীবীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তারও বিচার হবে’

0

লোকসমাজ ডেস্ক॥ আইনজীবীদের বিরুদ্ধে অনিয়মের কোনো অভিযোগ উঠলে তার বিচার হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, প্রধান বিচারপতি প্রথম দিনেই বলেছেন, উনি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এজন্য একটি কমিটি করে দিয়েছেন। এ কমিটি প্রাথমিক একটি রিপোর্ট দিয়েছে। তিনি বলেন, আইনজীবীরা সবাই চায় একটু সুন্দর পরিবেশে কাজ করতে। হয়রানি ঝামেলা ছাড়া কাজ করতে। আশা করি প্রত্যেক আইনজীবী এ কাজে (অনিয়ম-দুর্নীতি দূর করার কাজে) সহযোগিতা করবেন। যদি অনৈতিক কোনো দাবি কেউ না করে তাহলে আইনজীবীরা অবশ্যই সুন্দরভাবে পেশা পরিচালনা করতে পারবেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আমরা কি না করেছি? যদি অভিযোগ আসে তারও বিচার হবে। ইতোমধ্যে আদালত থেকে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে মামলা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিচার হচ্ছে।