খালেদুর রহমান টিটোর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ১০ জানুয়ারি যশোরের বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এইদিনে তিনি ৭৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। খালেদুর রহমান টিটো ছিলেন, যশোরে তিন শীর্ষ রাজনীতিকের একজন। অপর দুইজন হলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সভাপতি ও সংসদ সদস্য আলী রেজা রাজু। তিনজনই ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। যশোরের আলো-বাতাস যাদের বেড়ে ওঠা রাজনীতির মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ কিংবা মতপথের পার্থক্য থাকলেও তাদের বন্ধুত্বের সম্পর্কে ক্ষেত্রে ন্যূনতম প্রভাব পড়েনি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তিনি বন্ধু একটি নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন। তিন নক্ষত্রের মধ্যে ২০১৬ সালে প্রথমে আলী রেজা রাজু, ২০১৮ সালে তরিকুল ইসলাম না ফেরার দেশে পাড়ি জমান। সবশেষে ২০২১ সালে খালেদুর রহমান টিটোও একই দেশে পাড়ি জমান। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় ষষ্ঠিতলা পাড়াস্থ নিজ বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং বেলা ১২টায় কবর জিয়ারত করা হবে।