তিন ক্রিকেটারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কা

0

লোকসমাজ ডেস্ক॥ তিন ক্রিকেটারের ওপর এক বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে অর্ধেক সময় যেতে না যেতেই সেই তিন খেলোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল লঙ্কান ক্রিকেট বোর্ড। এই তিন ক্রিকেটার হলেন কুশল মেন্ডিস, দানুস্কা গুনাথিলাকা এবং নিরোশন ডিকভেলা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এক বৈঠকে নেয়া হয় এ সিদ্ধান্ত। আর যেদিন বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো, সেদিনই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা দিলেন গুনাথিলাকা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেয়া হলেও, বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী দু’বছর এই তিন ক্রিকেটারের আচরণের ওপর নজর রাখবে বোর্ড। উল্লেখ্য, চলতি জানুয়ারিতেই, ১৬-২১ তারিখ জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে লঙ্কানদের। ঘরোয়া ক্রিকেটে চলমান ৬ মাসের নিষেধাজ্ঞা এই ক্রিকেটারদের উপর থেকে আগেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এসএলসির সচিব মোহন ডি’সিলভা সে সময় বিষয়টি নিশ্চিত করেছিলেন। গত বছর জুলাই মাসে ইংল্যান্ড সফরে কুশল মেন্ডিস, গুনাথিলাকা এবং নিরোশন ডিকভেলা বায়ো-বাবলের নিয়ম ভঙ্গ করেছিলেন। যার কারণে তাদেরকে শাস্তি দিয়েছিল এসএলসি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর এবং ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তারা। এ তিন ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে নিজেদের দলের হয়ে খেলা শুরু করেন জরিমানার পূর্ণ অর্থ প্রদান করে। তাদেরকে ১০ মিলিয়ন শ্রীলঙ্কান রুপির জরিমানা করেছিল এসএলসি। শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর চলাকালীন বায়ো-বাবল নীতি ভেঙ্গে ধরা পড়েন তিনজনই। তিনজনই বায়ো-বাবলের সুরক্ষার বিষয়টা তোয়াক্কা না করে বাইরে বের হয়ে গিয়েছিলেন এবং ডারহ্যামের রাস্তায় তাদেরকে ঘুরতে দেখা গিয়েছিল। যার ভিডিও ফুটেজ, ছবি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। ঘটনার কারণে সমালোচিত হতে হয় তাদেরকে। পরবর্তীতে ১ বছরের জন্য আন্তর্জাতিক এবং ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হতে হয় তিন জনকেই।