মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন সেলেনা গোমেজের মা

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে বদলে গেছে মানুষের জীবনধারা। গতি হারিয়েছে স্বাভাবিকতার৷ কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। পার করেছেন দুর্বিষহ সময়। ভাইরাস সংক্রমিত ব্যক্তিদের হয়েছে নানান রকম বিষাদ অভিজ্ঞতা। এদিকে যারা ভাইরাসে আক্রান্ত হননি অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন তারাও। মহামারি নিয়ে সবচেয়ে ভীতিকর ছিল প্রিয়জনকে হারানোর ভয়। আমেরিকান গায়িকা সেলেনা গোমেজও কষ্টের এ অনুভূতি পার করেছেন। গায়িকার মা ম্যান্ডি টিফি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মাকে প্রায় হারিয়েই ফেলেছিলেন সেলেনা। তার মা ম্যান্ডি আগে থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুসে ইনফেকশন ছিল। একটি ফটোশুটের সময় ম্যান্ডি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। হোলা ম্যাগাজিনের মতে, আগে থেকেই নিউমোনিয়া থাকার ফলে করোনা তার ফুসফুসকে খারাপভাবে প্রভাবিত করেছিল। ডাক্তাররা অবাক হয়েছিলেন তিনি কীভাবে শ্বাস নিচ্ছেন। ম্যান্ডির শরীর স্বাভাবিক রেসপন্স করছিলো না, যেমনটা করা উচিৎ। তারা ম্যান্ডিকে বলছিলো, ‘আমরা জানি না পুরো সময় কীভাবে শ্বাস নিয়েছেন। আপনি আরও আগে থেকে চিকিৎসা শুরু করেননি কেন?’ উত্তরে গায়িকার মা বলেন করোনার কোনো উপসর্গ তার মধ্যে ছিল না। সেলেনা গোমেজের মা বলেন, কোভিডের প্রথম টিকা গ্রহণের এক সপ্তাহ আগে তিনি আক্রান্ত হয়ে পরেন। হঠাৎ করেই অক্সিজেন লেভেল কমে যায়। দ্রুত অবস্থার অবণতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।