যশোরে খোলা সয়াবিন তেলে দাম বাড়ল ৬ টাকা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর বাজারে খোলা সয়াবিন তেলের দাম আবারো বেড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৬ টাকা। ব্যবসায়ীরা সামনের দিনগুলোতে সয়াবিন তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন। এদিকে আমন ধানের ভরা মৌসুমেও চালের দাম কমেনি। বরং বাড়তি দামে এখনও বিক্রি হচ্ছে। গতকাল যশোরের বড়বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৫৮ টাকা। মাত্র তিন দিন আগেও বাজারে বিক্রি হয়েছিল ১৫২ টাকায়। সুপার তেলের দামও তিন দিনে ৬টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪৮ টাকা, আর পাম তেল বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়, যা গত তিন দিন আগে ছিল ১৩৮ টাকা। খোলা সয়াবিন তেলের খুচরা বিক্রেতা রবি ব্যানার্জি জানান, বাজার যেভাবে উর্ধ্বমুখী দেখা যাচ্ছে তাতে সহসা দাম কমার কোনো লক্ষণ নেই। তিনি পাইকারি ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেশি। তাই সামনের দিনগুলোতে দাম আরও বাড়তে পারে। এদিকে ভরা আমন মৌসুমেও বাজারে চালের দাম মোটেও কমেনি। বরং বাড়তি দামে এখনও চাল বিক্রি হচ্ছে। গতকাল বড়বাজার চাল বাজারে বাংলামতি চাল বিক্রি হয়েছে মানভেদে প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা, মিনিকেট ৫৫ থেকে ৬০ টাকা, কাজললতা ৪৮ থেকে ৫৩ টাকা, বিআর-২৮ ধানের চাল ৪৫ থেকে ৫০ টাকা আর স্বর্ণা চাল ৪০ থেকে ৪২ টাকায়। যশোর চাল বাজার সমিতির সভাপতি সুশীল কুমার বিশ^াস জানান,আমন মৌসুমে বাজারে চালের দাম না কমার কারণ হাটে এখনও চড়া দামে ধান বিক্রি হচ্ছে। ধানের দাম না কমলে চালের বাজার এমনই বাড়তি থেকেই যাবে।