শনাক্তের ৭৯ শতাংশই ঢাকার

0

লোকসমাজ ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৬ জন আর শনাক্তের হার ছাড়িয়েছে পাঁচ শতাংশের বেশি। এ সময়ে শনাক্তের হার পাঁচ দশমিক ৬৭ শতাংশ। প্রায় সাড়ে তিন মাস পর শনাক্তের হার পাঁচ শতাংশ ছাড়িয়ে গেলো। শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনাক্ত হওয়া এক হাজার ১৪৬ জনের মধ্যে কেবল ঢাকা মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৯০২ জন। অর্থাৎ, শনাক্ত হওয়াদের মধ্যে ৭৮ দশমিক ৭১ শতাংশই ঢাকা জেলার। আর ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ৯২০ জন।
অধিদফতর জানাচ্ছে, ঢাকা জেলায় ৯০২ জনের শনাক্ত হওয়ার পাশাপাশি ঢাকা বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে ফরিদপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে শনাক্ত হয়েছেন দুই জন করে, গাজীপুরে চার জন আর রাজবাড়ীতে শনাক্ত হয়েছেন তিন জন। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় আট জন, নেত্রকোনায় একজন আর জামালপুরে শনাক্ত হয়েছেন দুই জন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৮২ জন, কক্সবাজার ও নোয়াখালীতে দুই জন করে, রাঙামাটিতে তিন জন, ফেনীতে চার জন, চাঁদপুরে ১১ জন আর কুমিল্লায় শনাক্ত হয়েছেন আট জন। রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ২১ জন, নাটোর আর বগুড়ায় পাঁচ জন করে, নওগাঁ ও সিরাজগঞ্জে চার জন করে, পাবনায় ১১ জন আর জয়পুরহাটে শনাক্ত হয়েছেন দুই জন। রংপুর বিভাগের রংপুর জেলায় ছয় জন আর নীলফামারী ও দিনাজপুরে শনাক্ত হয়েছেন দুই জন করে। খুলনা বিভাগের যশোর জেলায় ১০ জন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে, খুলনায় চার জন আর কুষ্টিয়া জেলায় শনাক্ত হয়েছেন সাত জন। বরিশাল বিভাগের বরিশাল জেলায় তিন জন আর পিরোজপুরে দুই জন। সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৯ জন আর মৌলভীবাজারে চার জন।