বাগেরহাটে বর্নাঢ্য আয়োজন ছাত্র লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে কেক কাটা, বর্নাঢ্য র্যাঅলী ও আলোচনাসভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যাগলী বের হয়। শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে সেখানে বিশালাকৃতির কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত সকলের মাঝে কেক ও মিস্টি বিতরণ করা হয়। এর আগে বাগেরহাট জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা এমএ মতিন, অম্বরিশ রায়, শেখ বশিরুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান সুলতান আল ওশান প্রমুখ। এসব অনুষ্ঠানে বাগেরহাট জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।