২১ বলের মাথায় প্রথম আঘাত

0

লোকসমাজ ডেস্ক॥ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে মুমিনুল হকের দল ২১ বলের মাথায়ই সফলতার দেখা পেয়েছে। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে লিটন দাস দুর্দান্ত এক ক্যাচ তালুতে নিলে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক টম লাথাম। ইনিংসের চতুর্থ, নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি লাথামের ব্যাট ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল। লিটন অনেকটা নিচু হয়ে বাম দিকে ঝাপিয়ে পড়ে বলকে তালুবন্দি করেন। শনিবার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়) মাউন্ড মাঙ্গানুই ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়েছে।
নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় একাদশে তিন পেসার তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম এবং একমাত্র স্পিনার মেহেদি হাসান মিরাজকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টে খেলতে না পারা ইয়াসির আলিও ফিরেছেন আঘাত সেরে। ওপেনে সাদমান ইসলামের সঙ্গে আছেন মাহমুদুল হাসান জয়। ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস তো আছেনই। একমাত্র প্রস্তুতি ম্যাচে বল হাতে সফল হলেও একাদশে জায়গা হয়নি পেসার আবু জায়েদ রাহীর। বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলামও। দুই ম্যাচের এ টেস্ট সিরিজের মধ্য দিয়ে প্রায় পৌনে তিন বছর পর সাদা পোশাকে এ দু-দল মুখোমুখি হয়েছে।