অবশেষে নিবন্ধন পেতে যাচ্ছে ‘আমজনতার দল’

0
তারেক রহমান। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১২৫ ঘণ্টা অনশন করা তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ অবশেষে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে চলেছে। একইসঙ্গে ‘জনতার দল’ নামের আরেকটি দলও নিবন্ধন পাচ্ছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিষয়টি কমিশনের সম্মতির জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশনের অনুমতি পেলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

তারেক রহমান বলেন, প্রজাপতি প্রতীকে আমরা নিবন্ধন পাবো। ইসি বলেছে আমরা নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছি। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর গেজেট হবে।