নববর্ষ উদযাপনে সুন্দরবনে দেশি-বিদেশি ২২৫০ পর্যটক

0

বাগেরহাট সংবাদদাতা॥ ওয়ার্ল্ড হেরিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য এলাকা) সুন্দরবনে নববর্ষ উদযাপন করেছে দেশি-বিদেশি ২২৫০ জন ইকোটুরিস্ট (প্রতিবেশ পর্যটক)। ইংরেজি বর্ষবরণ করতে এসব পর্যটকরা বেসরকারি ট্যুর অপারেটরদের ৩০টি বিলাসবহুল লঞ্চে করে সুন্দরবনের আকর্ষণীয় স্থানগুলোতে অবস্থান করছেন। আজ শনিবার সুন্দরবন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, প্রতিবছরের ন্যায় এবারও প্রকৃতির কাছাকাছি থেকে ইংরেজি নববর্ষকে বরণ করতে দেশি-বিদেশি পর্যটকরা সুন্দরবনের অবস্থান করছেন। এসব পর্যটকরা সুন্দরবনের কটকা, কচিখালি, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, দুবলা, করমজলসহ আকর্ষণীয় স্পটগুলোতে রাতে নৌযানে থেকে নববর্ষ উদযাপন করেছে। তবে বন্য প্রাণীর ক্ষতি হয় এমন বিধিনিষেধ থাকায় এসব পর্যটকরা কোনো আতশবাজি, পটকা, উচ্চস্বরে সাউন্ড বা মাইক না বাজিয়েই লঞ্চের ছাদে বসে প্রকৃতির কাছাকাছি থেকে নববর্ষ উদযাপন করেছে। সুন্দরবন বিভাগের পর্যটন নীতিমালা অনুযায়ী বেসরকারি ট্যুর অপারেটরদের ৩০ লঞ্চের প্রতিটিতে ৭৫ জন করে দেশি-বিদেশি পর্যটক থাকার বিষয়টি এই বন কর্মকর্তা নিশ্চিত করলেও এর মধ্যে কতজন বিদেশি পর্যটক রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।