বক্সিং ডে টেস্টেও হারলে বাংলাদেশের ‘সঙ্গী’ হবে ইংল্যান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি অ্যাশেজ সিরিজে হালে পানি পাচ্ছে না সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল। ব্রিসবেন ও অ্যাডিলেইডে তাদের নিয়ে ছেলেখেলাই করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৯ উইকেটে হারের পর দ্বিতীয়টিতে পরাজয়ের ব্যবধান ২৭৫ রানের। হারতে হারতে এখন বিব্রতকর রেকর্ডের সামনে দাঁড়িয়ে ইংলিশরা। যেখানে নেই বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের নাম। রোববার (২৬ ডিসেম্বর) থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে এবারের অ্যাশেজের বক্সিং ডে টেস্ট। এই ম্যাচ হারলে চলতি বছর ইংল্যান্ডের পরাজয়ের সংখ্যা দাঁড়াবে ৯ ম্যাচে। টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি পরাজয়ের রেকর্ড ঠিক ৯ ম্যাচের। দেড় যুগ আগে ২০০৩ সালে ৯ ম্যাচ খেলে সবকয়টিতেই হেরেছিল বাংলাদেশ দল। এবার এই রেকর্ডে ভাগ বসানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইংলিশরা।
চলতি বছর এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে মাত্র চারটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, ড্র হয়েছে দুইটি। বাকি ৮ ম্যাচেই হেরেছে জো রুটের দল। রোববার থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টেও হারলে বছরে সর্বোচ্চ পরাজয়ের রেকর্ডে বাংলাদেশের সঙ্গী হবে তারা। তাই এই ম্যাচে ইংলিশদের পরাজয় চাইতেই পারে বাংলাদেশ। নির্দিষ্ট এক বছরে কোনো দলের ৮টি করে টেস্ট ম্যাচ হারের নজির রয়েছে মোট দশটি। চলতি বছরসহ মোট ৫টি বছরে (১৯৮৪, ১৯৮৬, ১৯৯৩, ২০১৬ ও ২০২১) আট ম্যাচ হেরেছে। বাংলাদেশ ঠিক আট ম্যাচ হেরেছে দুইটি বছরে (২০০২ ও ২০০৮)। এছাড়া ২০০৩ সালে হেরেছে ৯ ম্যাচ। এক বছরে ৮ ম্যাচ হারের রেকর্ডে বাংলাদেশ-ইংল্যান্ডের সঙ্গী হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয়রা ২০০৪, ২০০৫ ও ২০১৫ সালে হেরেছে ৮টি করে টেস্ট ম্যাচ। বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড হারলে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে দ্বিতীয় দল হিসেবে বছর ৯ ম্যাচ হারের রেকর্ড হবে ইংলিশদের।