৬৪ রানে গুটিয়ে গেল কুয়েত, বড় জয় পেল বাংলাদেশ

0

লোকসমাজ ডেস্ক॥ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে ২২৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। পরপর দুই ম্যাচে বাংলাদেশের বড় জয় সেমিফাইনালের পথও সুগম করে দিয়েছে। শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৯২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৪ রানে গুটিয়ে যায় কুয়েতের যুবারা। কুয়েতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহফিজুল। দেখেশুনে খেলে ১১৯ বলে ১১২ রান করেন তিনি। এরপর আউট হয়ে ফেরেন। তার এই শতকে ১২টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে।
দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এসএম মেহরাব হোসেনের। ২৪ বলে ৫টি বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। এছাড়া অন্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের গতি আর মেহরাবের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৫.৩ ওভারে মাত্র ৬৪ রানেই অলআউট হয় কুয়েত। প্রথম ছয় ওভারে মাত্র ৭ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৪ রান। সেখান থেকে অষ্টম উইকেটে ২৭ রান যোগ করেন অধিনায়ক-ওপেনার মিত ভাবসার ও মির্জা আহমেদ। এ জুটির কল্যাণে ৬০ পেরোয় কুয়েতের সংগ্রহ। মিত করেন ৪০, মির্জার ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া বাকি কেউই দুই অঙ্কে যেতে পারেননি। বাংলাদেশ দলের হয়ে রিপন শিকার করেন ৩ উইকেট। দু’টি করে উইকেট ভাগাভাগি করেন রাকিবুল ও মেহরাব।