বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে একমি পেস্টিসাইড

0

লোকসমাজ ডেস্ক॥ গেলো সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৬৯ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৩১ টাকা ৪০ পয়সা ।
নতুন তালিকাভুক্ত হওয়া এই কোম্পানির শেয়ার গত ৫ ডিসেম্বর থেকেই পতনের মধ্যে রয়েছে। গত ২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩৬ টাকা ৯০ পয়সা। তারপর থেকে কমতে কমতে এখন ২৭ টাকা ১০ পয়সায় নেমে এসেছে।
অবশ্য এই দাম কমার আগে কোম্পানিটির শেয়ারের দাম টানা ১৫ কার্যদিবস বাড়ে। এতে কোম্পানিটির শেয়ার দাম ১০ টাকা থেকে বেড়ে ৩৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত ওঠে।
কোম্পানিটি সম্প্রতি চলমান হিসাব বছরের প্রথম প্রান্তিকের (চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৮ পয়সা।
এদিকে, দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার টাকা।
একমি পেস্টিসাইডের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল বিচ হ্যাচারি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৩ দশমিক ৫৮ শতাংশ। ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এসএস স্টিল।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় অ্যাপেক্স ফুটওয়্যারের ১০ দশমিক ৮০ শতাংশ, খুলনা পাওয়ারের ১০ দশমিক ৫৭ শতাংশ, রেকিট বেনকিজারের ১০ দশমিক ৪৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১০ দশমিক ২৮ শতাংশ, মেঘনা পেটের ১০ দশমিক শূন্য ৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৯ দশমিক ৪৪ শতাংশ ও গোল্ডেন সনের ৯ দশমিক ৩০ শতাংশ দাম কমেছে।