খুলনায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি শুরু

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে খুলনায় আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের তালুকদার কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদেকুর রহমান খান। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাক উদ্দীন। স্বাগত বক্তৃতা করেন, আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প প্রধান মো. রবিউল ইসলাম ও সদর থানা ম্যানেজার হালিমা সুলতানা ঝুমু’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসির ২৬ নম্বর ওয়ার্ড সচিব এমএম সোহেল ইসলাম ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন। প্রকল্পের আওতায় আসা শিশুদের মাসিক উপবৃত্তি, পোশাক ও স্কুল ব্যাগ প্রদান, পাঠ্যবই, খাতা, পেন্সিল ও কলম এবং পরীক্ষার ফি প্রদান করা হবে। খুলনা মহানগরীতে ২শ’ এবং জেলার নয়টি উপজেলায় ৬৩০টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।