শরণখোলায় পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট ও ইউনিয়ন ফ্যাসিলিটেটরদের নিয়ে দুই দিনব্যাপী পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোম ও মঙ্গলবার উপজেলার তাফালবাড়ি জেজেএস ডেভেলপমেন্ট সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) প্রকল্পের আওতায় দাতা সংস্থা ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে ও কনসার্ন ওয়াল্ড ওয়াইড’র সহযোগিতায় উন্নয়ন সংস্থা জেজেএস, ওয়াটার এইড ও রূপান্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম। সহায়ক হিসেবে ছিলেন দাতা সংস্থা কনসার্ন ওয়াল্ড ওয়াইডের অ্যাডভোকেসি স্পেশালিস্ট রুমানা শারমিন, উন্নয়ন সংস্থা জেজেএস’র নিউট্রিসন স্পেশালিস্ট মৌতিথী আইচ। অপরদিকে মঙ্গলবার বিকেল ৩ টায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।