সমাবেশ সফল করায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির অভিনন্দন

0

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে যশোরে আয়োজিত গণসমাবেশ বিপুলভাবে সফল করায় দলের নেতা-কর্মীসহ সকল স্তরের জনগণকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির পক্ষে সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার সমাবেশ শেষে অনিন্দ্য ইসলাম অমিত এক বিবৃতিতে বৃহত্তর যশোর ও খুলনার নেতা-কর্মীদের এই সমাবেশ সফলে ভূমিকা রাখায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, অর্ধালক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্লোগানে সোচ্চার কণ্ঠ প্রমাণ করে রাজপথের আন্দোলনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশবাসী সোচ্চার। তিনি সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় জেলা ও পুলিশ প্রশাসনসহ সকল স্তরের মানুষকে শুভেচ্ছা জানান।


অপরদিকে, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু অনুরূপ এক বিবৃতিতে জেলা, উপজেলা, নগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। একই সাথে জেলার অন্য সকল উপজেলা, পার্শ্ববর্তী মাগুরা, নড়াইল, ঝিনাইদহ এবং খুলনা থেকে আগত সকল সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন, সমাবেশ বানচালে প্রশাসনিক বাধা উপেক্ষা করে মাইলকে মাইল পায়ে হেঁটে যারা বেগম জিয়ার মুক্তির আন্দোলনে শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমাদের জানা নেই। দলের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মানুষের স্বতঃস্ফূর্ত এই ঢল আমাদেরকে চরম দুঃসময় অত্যন্ত সাহসী করেছে। আমরা এই সাহস নিয়েই এগিয়ে যাবো। বিবৃতিতে নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচি সফলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য সংস্থা সহযোগিতা করার তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।