ঝিকরগাছার নিশ্চিন্তপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পেল হুইল চেয়ার

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের ৫ জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার যশোর শাখার উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। এসময় উপস্থিত ছিলেন, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার আলমগীর হোসেন, বুদ্ধিপ্রতিবদ্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ-আমিরুল কবীর, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, ইউপি সদস্য অহেদ আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ। হুইলচেয়ার প্রাপ্তরা হলো- দেউলী গ্রামের জান্নাতুল মাওয়া, রাজারডুমুরিয়া গ্রামের ইয়াছিন কবীর, গুলনগর গ্রামের ইমামুল হোসেন, নায়ড়া গ্রামের তৌফিক হাসান, মুকুন্দপুর গ্রামের এসএম আবির হোসেন।