পাইকগাছায় বিশ্ব মৌমাছি দিবস পালিত

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। মৌমাছি, প্রজাপতির মতো পরাগ বহনকারী কীটপতঙ্গ রক্ষার গুরুত্ব এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার জন্যে পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস। সোমবার সকালে নতুন বাজারের কার্যালয়ে আন্তর্জাতিক মৌমাছি দিবস উপলক্ষ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অনারারি ক্যাপ্টেন (অব.) মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী। বক্তৃতা করেন, মৌয়াল আব্দুল বারেক, পরিবেশ কর্মী গনেশ দাশ, দিবাশিষ সাধু, মোজাম আলী, কওছার আলী, রিনি আক্তার, পূর্নিমা সাধু, তৃষা বিশ্বাস, লিনজা আক্তার মিথিলা, পুস্পিতা শীল জোতি প্রমুখ।