বদলে ফেলা দল নিয়ে ইংল্যান্ডের উইন্ডিজ সফর

0

লোকসমাজ ডেস্ক॥ আগেই শোনা যাচ্ছিল, পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে থাকা দলের কাউকে পাওয়া যাবে না ওয়েস্ট ইন্ডিজ সফরে। হলোও তাই। বদলে যাওয়া দল নিয়ে এউইন মর্গ্যানের নেতৃত্বে জানুয়ারিতে ক্যারিবিয়ান দ্বীপ যাচ্ছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট খেলার চার দিন পর ২২ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, যেখানে তিন নবাগত মুখ বাঁহাতি পেসার জর্জ গার্টন ও ডেভিড পেইন এবং ব্যাটসম্যান ফিল সল্ট।
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একমাত্র টি-টোয়েন্টি বিশব্কাপ জয়ের অধিনায়ক পল কলিংউড হচ্ছেন এই সফরে দলের কোচ। তাকে সহযোগিতা করবেন সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক। গত অক্টোবর-নভেম্বরে নিউ জিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া ইংল্যান্ডের ১১ জনকে এই স্কোয়াডে রাখা হয়েছে। বিশ্বকাপে পাওয়া ইনজুরি থেকে সেরে উঠে দলে ফিরেছেন ওপেনার জেসন রয় ও বাঁহাতি বোলার টাইমাল মিলস। ইংল্যান্ড দল: এউইন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলী, টম ব্যান্টন, স্যাম বিলিংস, লিয়াম ডউসন, জর্জ গার্টন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, টাইমাল মিলস, ডেভিড পেইন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স।