যশোরে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে মোহাম্মদ আবু সাঈদ নামে এক পুলিশের একজন উপপরিদর্শকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা বাসায় কেউ না থাকার সুযোগে ভেতরে ঢুকে ৮ ভরি সোনার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী পপি সুলতানা গত মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন। পপি সুলতানা মামলায় উল্লেখ করেছেন, তারা যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারের আল মাসুদ সেন্টারের তৃতীয়তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। তার স্বামী মোহাম্মদ আবু সাঈদ পুলিশের উপপরিদর্শক। বর্তমানে তার স্বামী নড়াইল জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত। যশোরের বাসায় পপি সুলতানা এবং তার মেয়ে উম্মে সারা থাকেন। মেয়ে এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার কারণে গত ১৮ ডিসেম্বর দুপুর সোয়া দুইটার দিকে ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ করে রেখে তিনি এবং তার মেয়ে শহরে এসে ঘোপে অবস্থান করছিলেন। এরপর বিকেল সোয়া ৪টার দিকে বাসায় ফিরে দেখেন, ঘরের দরজার তালা ভাঙা। ঘরের ভেতর ওয়ারড্রব ও আলমারি তছনছ করা। সেখানে রাখা ৮ ভরি সোনার অলঙ্কার নেই। অজ্ঞাত চোরেরা বাসায় কেউ না থাকার সুযোগে দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সোনার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে।