যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীকে মারধরের অভিযোগে আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মিটার রিডার ছাইদুল ইসলাম ওরফে আবু সাঈদকে মারধরের অভিযোগে মোখলেছুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার শহরতলীর পুলেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের জিন্নাত আলীর ছেলে। পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে মিটার রিডার আবু সাঈদ মন্ডলগাতি গ্রামের মোখেলেছুর রহমানের বাড়িতে যান দুটি বিল নিয়ে। বিল দুটির হিসাব নম্বরে একই নাম হওয়ায় তিনি মোখলেছুর রহমানের স্ত্রীর কাছে জানতে চান, তারা ২টি পরিবার কি-না। এ নিয়ে মোখলেছুর রহমানের সাথে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আবু সাঈদকে মারধর করেন মোখলেছুর রহমান। লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করায় তিনি মারাত্মক জখম হন। পরে আশেপাশের লোকজন আবু সাঈদকে উদ্ধার করে প্রথমে শহরের ঘোপের একটি ক্লিনিকে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে গত ১০ ডিসেম্বর ঢাকায় স্থানান্তর করেন। এ ঘটনায় বুধবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) নাবিব হোসেন সাঈদ কোতয়ালি থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে মোখলেছুর রহমানকে আটক করে।