সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারী আটক

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারের অভিযোগে আব্দুর রাজ্জাক শেখ (৩০) নামের একজনকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ১০০ মিটার ফাঁদ ও একটি নৌকা জব্দ করা হয়। সে মোংলা উপজেলার জয়মনিরঘোল এলাকার নুর আলী শেখের ছেলে। বিকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও মো. বেলায়েত হোসেন বলেন, চাঁদপাই রেঞ্জের নন্দবালা এলাকার টহল ফাঁড়ির অফিসার্স ইনচার্জ আলামিনের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় খালে থাকা একটি নৌকা থেকে আব্দুর রাজ্জাক বের হয়ে আস। তখন তাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে বনে হরিণ ধরার ফাঁদ পাতার কথা স্বীকার করে। পরে ওই এলাকার বনের মধ্যে থেকে ১০০ মিটার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।