সবচেয়ে ‘ওভাররেটেড’ ক্রিকেটার পোলার্ড: মরিসন

0

লোকসমাজ ডেস্ক॥ টি-টোয়েন্টি তথা সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড। যিনি বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যারিবীয়দের অধিনায়কত্বও পালন করছেন। ঝড়ো ব্যাটিংয়ে অনেকবারই প্রতিপক্ষকে লন্ডভন্ড করে দিয়েছেন তিনি। তবু জিততে পারেননি প্রখ্যাত ধারাভাষ্যকার ও নিউজিল্যান্ডের সাবেক পেসার ড্যানি মরিসনের মন। এ কিউই তারকার মতে, বর্তমান সময়ের সবচেয়ে ওভাররেটেড তথা অতি প্রশংসিত ক্রিকেটার হলেন পোলার্ড। সম্প্রতি স্পোর্টসকীড়ার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন মরিসন। শুধু ওভাররেটেড ক্রিকেটার নয়, নিজের মতে আন্ডাররেটেড ক্রিকেটারের নামও জানিয়েছেন মরিসন। তিনি মনে করেন, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ভারতের দুই ব্যাটার সুর্যকুমার যাদব ও ইশান কিশান হলেন সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার। মজার বিষয় হলো কাইরন পোলার্ড, সুর্যকুমার যাদব ও ইশান কিশান- তিনজনই আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। তবে এদের দুজনকে আন্ডাররেটেড মনে হলেও আরেকজনকে ওভাররেটেডই বলেছেন মরিসন। এসময় আইপিএলে নিজের পছন্দের দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নাম বলেন সাবেক কিউই তারকা। যদিও এখন পর্যন্ত কোনো শিরোপা জেতেনি ব্যাঙ্গালুরু। তবু তাদেরকেই পছন্দ করেন মরিসন।