হকিস্টিক দিয়ে স্পেনের খেলোয়াড়ের মাথায় মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়

0

লোকসমাজ ডেস্ক॥ টোকিও অলিম্পিকে স্পেন-আর্জেন্টিনা হকি ম্যাচ চলাকালীন হকিস্টিক দিয়ে স্পেনের এক খেলোয়াড়ের মাথায় আঘাত করেন আর্জেন্টাইন এক খেলোয়াড়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
শনিবার (২৪ জুলাই) আর্জেন্টিনার ৩৬ বছর বয়সী লুকাস রসি স্পেনের সমান বয়সী ডেবিড অ্যালেগ্রির মাথায় আঘাত করেন হকিস্টিক দিয়ে; তখন অ্যালেগ্রি ক্র্যাম্পের চোট থেকে মুক্তির জন্য চিকিৎসা নিচ্ছিলেন।
কিন্তু রসি মনে করেছিলেন শুধু সময় কাটানোর জন্য এমন করেছিলেন অ্যালেগ্রি। তাই তিনি হাতের হকিস্টিক দিয়ে স্পেনের এই খেলোয়াড়ের মাথায় আঘাত করে বসেন। সঙ্গে সঙ্গে অ্যালেগ্রি চিৎকার করে প্রতিক্রিয়া দেখান; আর মাঠের আম্পায়ররা দৌড়ে আসেন। এরপর স্পেনের একজন খেলোয়াড় রসির গলা চেপে ধরেন।
শেষ পর্যন্ত এই ম্যাচটি ১-১ সমীকরণে ড্র হয়। অ্যালেগ্রির এটি চতুর্থ অলিম্পিক। এর আগে তিনি ২০০৪, ২০০৮ ও ২০১২ অলিম্পিকে অংশ নিয়েছিলেন। তার ঝুলিতে আছে রুপার মেডেল।
অন্যদিকে গতবার রিও অলিম্পিকে সোনা জেতেন রসি। এর আগে তিনি আর্জেন্টিনার হয়ে ২০১২ ও ২০১৬ অলিম্পিকে খেলেছিলেন।