মানববন্ধনে চাঁচড়া আ.লীগ নেতৃবৃন্দ পান্নাকে নৌকার মনোনয়ন দিয়ে নেতাকর্মীদের অপমান করা হয়েছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদক ও হত্যা মামলার আসামি সেলিম রেজা পান্নুকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন ইউনিয়নের নেতাকর্মীরা। ক্ষুব্ধ নেতাকর্মীরা সোমবার সংবাদ সম্মেলন করার পর গতকাল বুধবার যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া চেকপোস্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি করে। এ সময় নেতৃবৃন্দ সেলিম রেজা পান্নুকে একটি সন্ত্রাসী বাহিনী প্রধান আখ্যা দিয়ে বলেন সে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি। মাদক মামলারও চার্জশিটভুক্ত আসামি। সেলিম রেজা পান্নুর নেতৃত্ব মাদক বিক্রি হয়। সে একজন চিহ্নিত চাঁদাবাজ। ২০১৯ সালে ইমরোজ নামে এক মৎস্য ব্যবসায়ীকে সে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। শুধু তাই না, সেলিম রেজা পান্নুর হাতে দলের অনেক নেতাকর্মী বিভিন্ন সময় হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন তার নানাবিধ অপকর্মের কারণে দলের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। নেতৃবৃন্দ বলেন, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বহু অপকর্মের হোতা সেলিম রেজা পান্নুকে নৌকার মনোনয়ন দেওয়ায় দলের ত্যাগী নেতাকর্মীদের অপমান করা হয়েছে। তারা অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে দলের অন্য যে কোন মনোনয়ন প্রত্যাশীকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। মানববন্ধন ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংহতি জানিয়ে, ইউনিয়নের সাধারণ বাসিন্দারা ও অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা শামীম রেজা, আব্দুর রাজ্জাক ফুল, আনোয়ারুল করিম আনু, ফিরোজ কবির পিকুল প্রমুখ।