বায়ু দূষণে বিশ্বের ১০০ নগরীর মধ্যে বাংলাদেশসহ ভারত, চীন, পাকিস্তানের ৯৮টি শহর

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণের ১০০ নগরীর মধ্যে শুধু ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশে আছে ৯৮টি। বাংলাদেশে এমন বায়ু দূষণের শিকার হয়েছে ৪টি শহর। এর মধ্যে ভারতের রাজধানী নয়া দিল্লির অবস্থা শোচনীয়। গত সপ্তাহে সেখানে দূষণের কারণে সব স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই শহরে বসবাস করেন প্রায় দুই কোটি মানুষ। সেখানে পিএম২.৫ পার্টিকেলের উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ৩৪ গুন বেশি। এই কণা মানুষের ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। বিশেষ করে এই দূষণ শীতকালে খুব বেশি দেখা দেয়।
কারণ, রাজধানীকে ঘিরে রাখা গ্রামীণ জনপদে এ সময় কৃষকরা ক্ষেতে পরিত্যক্ত নাড়া ও খড়কুটো আগুনে জ্বালিয়ে ফেলে। তা থেকে ধোয়া ও ধুলিকণা বাতাসে মিশে আকাশে উঠে যায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বাতাসের গুণগত মানের মাত্রা নির্ধারণ করা হয় পিএম২.৫, পিএম১০, ওজোন, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের এবং কার্বন মনোক্সাইডের মাত্রার ওপর ভিত্তি করে। এসব কণা পার্টিকুলেট ম্যাটার (পিএম) এর সমন্বয়ে সৃষ্ট। স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব রয়েছে। পিএম-এর আকারে ভিন্নতা আছে। সবচেয়ে ক্ষতিকর পিএম হলো পিএম২.৫ এবং পিএম১০। এগুলোর ব্যাস যথাক্রমে ২.৫ মাইক্রোমিটারের কম এবং ১০ মাইক্রোমিটারের কম। মানুষের চুলের ব্যাস ৫০ থেকে ৭০ মাইক্রোমিটার। এর প্রেক্ষিতে ২০২০ সালে বিশ্বে যেসব দেশে সবচেয়ে বেশি দূষণ হয়েছে তার মধ্যে ৪৬টি শহরই ভারতে। এরপরে রয়েছে চীন, পকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড। এর মধ্যে চীনে ৪২টি, পাকিস্তানে ৬টি, বাংলাদেশে ৪টি, ইন্দোনেশিয়ায় একটি এবং থাইল্যান্ডে আছে একটি শহর। এ তথ্য বাতাসের গুণগত মান শনাক্তকারী সংস্থা আইকিউএয়ারের। এসব শহরেই পিএম২.৫ এর রেটিং ৫০ এর ওপরে। সবচেয়ে দূষিত ১০ টি শহরের মধ্যে ভারতেই আছে ৯টি। চীনের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং প্রদেশের হোতানে ২০২০ সালে গড় বায়ুর গুনগত মান ছিল খুবই খারাপ। বৃটিশ জার্নাল দ্য ল্যানসেটের তথ্যমতে, ২০১৯ সালে ভারতে বায়ু দূষণের কারণে মারা গেছেন ১৬ লাখ ৭০ হাজার মানুষ।