মনিরামপুরের কুলটিয়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে কুলটিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর প্রচারে বাধা, কর্মীদেরকে হুমকি-ধামকিসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে বিদ্রোহী প্রার্থী প্রভাষ ঘোষ রোববার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
নির্বাচনে কুলটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র রায়। অপরদিকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দু’জন। এরা হলেন-আওয়ামী লীগ নেতা প্রভাষ ঘোষ ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদিত্য কুমার মন্ডল। বিদ্রোহী প্রার্থী (চশমা প্রতীক) প্রভাষ ঘোষ অভিযোগ করেন, প্রতিনিয়ত নৌকার প্রার্থী ও কর্মী-সমর্থকরা তার প্রচারে বাধা দিচ্ছে। এছাড়া তার কর্মী-সমর্থকদের শেখর চন্দ্র ও তার লোকজন হুমকি দিচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলছেন এবং বিভিন্ন পথসভায় তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। তিনি অভিযোগ করেন, একজন চেয়ারম্যান প্রার্থী তিনটির বেশি নির্বাচনী অফিস করতে পারবেন না। অথচ নৌকার প্রার্থী এলাকায় অন্তত ১৩টি অফিস করেছেন। এছাড়াও শেখর চন্দ্র প্রতিদিন ৮০/৯০টি মোটরসাইকেলের বহর নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন, ইতিমধ্যে নৌকার কর্মী যুবলীগ নেতা শিমুল ঘোষ, অসিম মন্ডল, সুবির রায়, প্রশান্ত বিশ^াষ, রহমত গাজীসহ অন্যান্য লোকজন তাকে জীবননাশের হুমকি দেওয়াসহ আচরণবিধি লঙ্ঘন করছেন। প্রভাষ ঘোষ জানান, ১৯ নভেম্বর গাবরডাঙ্গায় নৌকার অফিস উদ্বোধনের সময় শেখর চন্দ্র ও তার কর্মী সুবির রায় মাইকে ঘোষনা দেন বিদ্রোহী প্রার্থীর ভোটাররা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গেলে তাদেরকে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। অন্যথায় মারপিটের হুমকি দেওয়া হয়। আর এসব কারণে নৌকার প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটগাছা-সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মশিয়াহাটি ডিগ্রি কলেজসহ পাঁচটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এসব কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর অধিক সদস্য নিয়োগ করার দাবি জানিয়েছেন। নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে প্রতিকার চেয়ে বিদ্রোহী প্রার্থী প্রভাষ ঘোষ রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী শেখর চন্দ্র রায় জানান, জনবিচ্ছিন্ন হয়ে প্রভাষ ঘোষ তাকে ফাঁসাতে নানা ষড়যন্ত্র করছেন। রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, অভিযোগ পাবার পর ইতিমধ্যে নৌকারসহ দুই প্রার্থীকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মনিরামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অন্ুিষ্ঠত হবে।