দুর্ঘটনায় আহত শ্রমিক ফারুকের পরিবারের পাশে যুব ও ছাত্রলীগ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক ফারুক পাইকের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ। অসহায় শ্রমিকের চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণের খরচ জোগাতে স্থানীয় কৃষকদের জমিতে ধানের চারা রোপন করছেন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। ধান লাগানো বাবদ পাওয়া টাকা ফারুকের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন যুবলীগ নেতা সরদার শাহরিয়ার রহমান রাসেল। গেল কয়েকদিন ধরে কচুয়া উপজেলার বিভিন্ন জমি মালিকদের সাথে যোগাযোগ করে তাদের জমিতে ধানের চারা রোপন করে দিচ্ছেন তারা। স’মিলে শ্রমিকের কাজ করে কোনমতে তিন মেয়ের পড়াশুনা ও প্যারালাইজড স্ত্রীর চিকিৎসা চালাতেন শ্রমিক ফারুক পাইক। কিন্তু ২০২০ সালে ২ ফেব্র“য়ারি ভ্যানযোগে কচুয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা ভেঙে যায় ফারুক পাইকের। পরবর্তীতে খুলনার গাজী মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ ও সর্বশেষ ঢাকার পঙ্গু হাসপাতালে প্রায় ২ মাস চিকিৎসা শেষে ২ এপ্রিল বাড়িতে আসেন। তারপরও সুস্থ হননি ফারুক পাইক। প্যরালাইজ মা ও পায়ে লোহার খাচা পরানো অসহায় বাবাকে দেখতে দেখতে নিজেদের সকল স্বপ্ন ভুলতে বসেছে মেধাবী তিন মেয়ে। চাচা, চাচাতো ভাই ও স্থানীয়দের সামান্য সহযোগিতায় চলে ফারুকের সংসার।