দৃষ্টি কটু থ্রো, জরিমানা শাহিন শাহর

0

লোকসমাজ ডেস্ক॥ জরিমানা হবে, এমনটা আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তাই হলো। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফিফ হোসেন ধ্রুবকে বল ছুঁড়ে মারায় জরিমানা করা হয়েছে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে তাকে। সাথে করা হয়েছে ভর্ৎসনাও। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির লেভেল ১-এর কোড অব কন্ডাক্ট ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৯ ভঙ্গ করেন তিনি। ফিল্ড আম্পায়ার গাজী সোহেল, সোহেল তানভীর এবং থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আর চতুর্থ আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত অভিযোগ গঠন করেন। পরে আফ্রিদি তার অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন পড়েনি। ঘটনার সূত্রপাত বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে। চার নম্বরে খেলতে নামা আফিফ হোসেন এসেই শাহিন শাহকে ছক্কা হাঁকান। মেজাজ যেন বিগড়ে যায় তখন শাহিন শাহর। পরের বলে রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকান। বল যায় শাহিন শাহর হাতে। বল পেয়েই আফিফের দিকে সেটি ছুঁড়ে মারেন শাহিন শাহ। পায়ে আঘাত পেয়ে লুটিয়ে পড়েন আফিফ। পরে দেখা গেছে, পপিং ক্রিজের ভেতরেই ছিলেন আফিফ। রান নেয়ার কোনো চেষ্টাও করেননি তিনি। শাহিন শাহর এমন অখেলোয়াড় সূলভ আচরণে সমালোচনার ঝড় ওঠে। মাঠেই অবশ্য নিজের কাজের জন্য অনুতপ্ত হন তিনি। কিন্তু সেটাতে কাজ হয়নি। আইসিসির হস্তক্ষেপে তাকে করা হলো জরিমানা, সাথে ডিমেরেট পয়েন্ট।