বৈজ্ঞানিক কর্মকর্তা খুন: এক জনের স্বীকারোক্তি, আরেকজন কারাগারে

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শাহীদ হত্যা মামলায় সাইফুল ইসলাম নামে এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। অপর আসামি জাকিরুল হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) আদাবর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানান, সাইফুল দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সানাউল হক তাকে আদালতে হাজির করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। শুক্রবার জাকিরুলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৫ নভেম্বর এ দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আনোয়ার শাহীদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তার মৃত‌্যু হয়। জানা যায়, আনোয়ার শাহীদ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বাসা মিরপুর হলেও একজন ফোন করলে তিনি কল্যাণপুর যান। শ্যামলী হানিফ কাউন্টার পৌঁছামাত্র অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।