মোংলায় কোটি টাকার বিদেশী কাপড় জব্দ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোংলায় এক কোটি ১৫ হাজার টাকার বিদেশী কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। ১৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর দুপুর মোংলার হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা এই কাপড় জব্দ করে। জব্দ কাপড়ের মধ্যে শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্র পথে আনা ৮৩৩ পিস বিদেশী শাড়ি, ৫৯ পিস বিদেশী লেহেঙ্গা এবং ১০০ পিস বিদেশী চাদর রয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি ১৫ হাজার টাকা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, শুল্ক কর ফাকি দিয়ে অবৈধপথে আনা বিপুল পরিমান শাড়ি, লেহেঙ্গা ও চাদর জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৫ হাজার টাকা। এসব মালামাল জব্দের জন্য কোস্টগার্ডের অভিযান টের পেয়ে চোরাকারবারিরা সুন্দরবনের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দ মালামালাম মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।