‘বঙ্গবন্ধু’র বায়োপিকে এলিনা

0

লোকসমাজ ডেস্ক॥ ওয়েব প্ল্যাটফরমের কাজ দিয়ে আলোচনার পর বেশ সুসময় পার করছেন অভিনেত্রী এলিনা শাম্মী। আরও একটি নতুন খবর হলো, এবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমায় যুক্ত হয়েছেন। এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এ সিনেমায়। ছবিতে তাকে দেখা যাবে বেগম খালেদা জিয়ার চরিত্রে। বিষয়টি সবাইকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান এলিনা। এ অভিনেত্রী বলেন, বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’র বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। এতে বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবো। আগামী ৬ই ডিসেম্বর থেকে আমার অংশের শুটিং শুরু হবে।
সিনেমাটিতে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এলিনা শাম্মী। তিনি বলেন, এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেয়ার। এরইমধ্যে আমার চরিত্রটি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছি। চরিত্রটি যেন নিজের শতভাগ দিয়ে করতে পারি তার সম্পূর্ণ চেষ্টা আমার থাকবে। আমি এমনিতেও কোনো কাজে শ্রম দিতে দ্বিধাবোধ করি না। বরঞ্চ একটি কাজ পুরোপুরি শ্রম ও মনোযোগ দিয়ে করলে আমি তৃপ্তি পাই। এ কাজটির বেলায়ও তেমনটাই হবে। এদিকে এ ছবিটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। এলিনা শাম্মী আরও কয়েকটি ছবি ও ওয়েব সিরিজের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। নতুন কাজ নিয়ে তিনি বলেন, সবশেষ ‘ দ্য পেপার’ ছবিতে কাজ করেছি। কয়েকটি নতুন কাজ নিয়ে কথাবার্তা চলছে। চিত্রনাট্য পড়ছি, নিজের চরিত্র বোঝার চেষ্টা করছি। যদি নিজের সঙ্গে ফিট মনে হয় তবেই কাজগুলো করবো। এমন কিছু কাজ করতে চাই যা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।