শার্শার ডিহি ইউপি নির্বাচন: আ.লীগের চার বিদ্রোহী প্রার্থী প্রাণনাশের শঙ্কার কথা জানালেন সংবাদ সম্মেলনে

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মুকুলের ‘আশ্রিত সন্ত্রাসীদের দ্বারা’ প্রাণনাশের হুমকির আশঙ্কা করেছেন দলের বিদ্রোহী চার প্রার্থী। সোমবার প্রেসক্লাব যশোরে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আশঙ্কা করেন দলের বিদ্রোহী চার প্রার্থী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পেশ করেন আগামী ২৮ নভেম্বর ডিহি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান শাহীন। এসময় সেখানে একই ইউনিয়নের অপর তিন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনের এখনো তের দিন বাকি থাকলেও ইতোমধ্যে ডিহি ইউনিয়ন অশান্ত করে তুলেছেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল। তার আশ্রিত সন্ত্রাসীরা আমাদের প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে। ভোটের আগেই এলাকা ছেড়ে চলে যেতে বলছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র এ চার প্রার্থী অভিযোগ করে বলেন, আমাদের কাছে বিশ্বস্ত তথ্য আছে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল পার্শ্ববর্তী চৌগাছা ও ঝিকরগাছা থেকে সন্ত্রাসী ভাড়া করেছেন। এসব বহিরাগত সন্ত্রাসীরা এরই মধ্যে নির্বাচনী এলাকায় তৎপরতা শুরু করেছে। তারা আমাদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এমনকি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য সীমান্তেরর ওপার ভারত থেকেও সন্ত্রাসী ভাড়া করার পরিকল্পনা নিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বিদ্রোহী এ চার প্রার্থী প্রাণনাশের আশঙ্কা করে আরও বলেন, আমরা প্রতিনিয়ত আতঙ্কে রয়েছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে। সংবাদ সম্মেলনে বলা হয়, এর আগে গত ১১ নভেম্বর দ্বিতীয় দফা নির্বাচনে ডিহি ইউনিয়নের পাশের ঝিকরগাছা গঙ্গানন্দপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ওই ইউনিয়নের নৌকার প্রার্থীর পক্ষে দলবল সন্ত্রাসী নিয়ে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে আসাদুজ্জামান মুকুল। যেকারণে ২৮ নভেম্বর নির্বাচনে গঙ্গানন্দপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আমিনুর রহমান দলবল নিয়ে আসাদুজ্জামান মুকুলের পক্ষে কাজ করবে বলে তাদের কাছে খবর আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন চেয়ারম্যান পদে দলের এ চার বিদ্রোহী প্রার্থী।