মহেশপুরে ইউপি নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত, আহত ২২

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। নির্বাচনে জয়-পরাজয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। হামলা, পাল্টাহামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে ২২ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, উপজেলায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিত্য হয়ে দাঁড়িয়েছে। এ উপজেলার ১২টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচন পরবর্তী সহিংসতায় অনেকে জড়িয়ে পড়েছেন। জানা গেছে,রবিবার উপজেলার পান্তাপাড়া,শ্যামকুড় ও স্বরুপপুর ইউনিয়নে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন রক্তাক্ত জখম হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ফতেপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীদের সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় ২জন আহত হয়েছেন। নেপা,কাজীরবেড় ও বাঁশবাড়িয়া ইউনিয়নে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান ও মেম্বার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ৭জন গুরুতর আহত হয়ে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে আজমপুর, মান্দারাবাড়িয়া, নাটিমা ও ফতেপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীর সমর্থকরা পাল্টাপাল্টি হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষে ৯ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,ইউপি নির্বাচন কেন্দ্রিক ঘটনায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।